কলাপাড়ায় গনমাধ্যম কর্মিদের করোনা প্রতিরোধক উপহার সামগ্রী মাস্ক ও পি,পি,ই প্রদান
প্রকাশিত : ১৭ জুন ২০২০
নয়নাভিরাম গাইন( নয়ন), কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় কোকাকোলা আব্দুল মোনেম লিমিটেডের পক্ষ হতে সংবাদকর্মীদের নভেল করোনা ভাইরাস প্রতিরোধে মাষ্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় পন্য উপহার প্রদান করা হয়। বুধবার দুপুরে পৌর শহরের কামার পট্টির সুবা ষ্টোরের সামনে বসে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এস. কে রঞ্জনের হাতে এ উপহার সামগ্রী তোলে দেন কোকাকোলা কোম্পানীর বরিশাল রিজিওনাল সেলস ম্যানেজার (আর.এস.এম) মাহাবুবু রশিদ খান জয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোকাকোলা কোম্পানীর বরিশাল বিভাগের সহকারী রিজিওনাল সেলস ম্যানেজার (এ.এস.এম) মোজাম্মেল হক, পটুয়াখালী টেরিটরি সেলস অফিসার (টিএসও) জিয়াউর রহমান, আনন্দ টিভি’র কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সুজন মৃধা, দৈনিক আমার সংবাদ কলাপাড়া প্রতিনিধি মো. ওমর ফারুক, দৈনিক জনতা ও অনলাইন পোর্টাল সাহসী কন্ঠ প্রতিনিধি মো. আরিফ সিকদার প্রমুখ।