বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার: আসামী পলাতক
প্রকাশিত : ১৭ জুন ২০২০
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার।
বুধবার(১৭ই জুন) দুপুরে এসআই মোস্তাফিজুর রহমান,এসআই মাসুম বিল্লাহ,কনেস্টবল মঈনুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামে অভিযান চালালে আব্দুর রহিম এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাই। এসময় ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন কাগমারি গ্রামে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সিরাজুল পালিয়ে যাই। তিনি আরো বলেন, পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আটক করার চেষ্টা চলছে।