সুশান্তের বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হবে, তদন্তের আশ্বাস মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকাশিত : ১৬ জুন ২০২০
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। কিন্তু রেখে গেছেন একরাশ রহস্য। যা উদঘাটনে নেমেছে তদন্তবাহিনী। এ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সুশান্ত ছিলেন মেধাবী ছাত্র। টেলিভিশনে সফল অভিনেতা, প্রথম ফিল্মেই সুপারহিট। তারপরও তাকে খুব বেশি হতাশার মুখ দেখতে হয়েছে, তা নয়। বেশিরভাগ ছবিই তার বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। তাহলে কেন আত্মহত্যা করলেন সুশান্ত?
জানা গেছে, ডিপ্রেশনের কারণেই নাকি গলায় দড়ি দেন সুশান্ত। তা কতটা সত্যি? তা নিয়েই সোমবার তদন্তের আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি জানিয়েছেন, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট বলছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। তার মৃত্যর কারণ হিসেবে পেশাদার প্রতিদ্বন্দ্বিতার কারণে ক্লিনিকাল ডিপ্রেশনের কথাও উঠে আসছে। এই অভিযোগের কারণ অনুসন্ধান করবে পুলিশ। তবে অভিনেতার মৃত্যু নিয়ে বান্ধবী রিয়া চক্রবর্তীকে যে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, সে খবর আগেই প্রকাশ পেয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন