করোনা আক্রান্তদের বাড়িতে ঝুড়ি ভর্তি ফল পৌঁছে দিলেন ইউএনও কল্যাণ চৌধুরী
প্রকাশিত : ১৫ জুন ২০২০
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও ঝুড়ি ভর্তি ফল নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।
সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার শিরন্টী ইউনিয়নের সোনাডাঙ্গা গোপালপুর ও আইহাই ইউনিয়নের পাতিলা পুর গ্রামে করোনা আক্রান্ত ব্যাক্তিদের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাল, ডাল, আলু সহ খাদ্য সামগ্রী এবং নিজ উদ্যোগে আপেল, কমলা, আনারস, কলা, লিচু সহ বিভিন্ন ফল ফলাদি পৌঁছে দেন ইউএনও কল্যাণ চৌধুরী।
এসময় উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার ও সাংবাদিক সোহেল চৌধুরী রানা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত এলাকাবাসীকে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ বিস্তার রোধে সরকারী নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন ইউএনও কল্যাণ চৌধুরী।