চট্টগ্রামে আগুনে পুড়লো চার বস্তি

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় আগুনে পুড়েছে চারটি বস্তির কয়েকশ ঘর। তবে সে আগুন এখন নিয়ন্ত্রণে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, আগুনে চারটি বস্তি পুড়ে গেছে। সেগুলো হলো-কাঁচারি লেইন বস্তি, এসআরবি বড় মাঠ বস্তি, এসআরবি ছোট মাঠ বস্তি ও রেললাইন বস্তি।

 

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, আমরা ৫টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। তিনি বলেন, বস্তির সবগুলো ঘরই কাঁচা, তাই এখনও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব হাতে আসেনি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

আপনার মতামত লিখুন :