সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে বাড়ি পুড়ে ছাই:লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত : ১৩ জুন ২০২০

মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কলারোয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বাড়ীর সকল আসবাবপত্রসহ পোষা হাস,মুরগি,ছাগল আগুনে পুড়ে গিয়েছে। প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে শফিকুল ইসলামের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, বিকাল ৩টার দিকে বৃষ্টির মধ্যে তার একটি মুরগীর ঘর হতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি ঘর পুড়ে গেছে। এতে তাদের ৩ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করলেও তার বসত বাড়ী, একটি মুরগীর ঘর, একটি ছাগলের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান- তার ৩৩৭টি মুরগী, ৮টি হাস ও ৩টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। এই বৃষ্টির মধ্যে বসত ঘরটি পুড়ে যাওয়ায় তিনি পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাছেন। এই মুহুতে তার কাছে কোন টাকা পয়সা নেই। এছাড়া তিনি আশা, সবুজ বাংলা, ইসলামি ব্যাংক, ম্যানেজার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মুসলিম এইড, একটি বাড়ী একটি খামার, বাংলাদেশ এক্সটেশন এডুকেশন সার্ভিস (বিজ) থেকে ২লাখ ৮০ হাজার টাকা লোন নিয়ে হাস, মুরগী ও ছাগল পালন করছিলেন। ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, দীনমজুর শফিকুল ইসলামের বাড়ীতে আগুন লাগার খবর শুনে আমিসহ এলাকাবাসী তার বাড়ীতে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করি।

আপনার মতামত লিখুন :