গলাচিপায় ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৮
প্রকাশিত : ১২ জুন ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকা হতে ০.৬০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র্যাব-৮। বৃহস্পতিবার (১১ জুন) বিকাল আনুমানিক ৪ টার দিকে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গলাচিপা থানাধীন বাঁশবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামিম হোসেন (২৫) ও রায়হান শেখ (২১)কে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীরা হলো- মোঃ শামিম হোসেন উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের ফারুক গাজীর ছেলে এবং রায়হান শেখ বকুলবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ আলম শেখ এর ছেলে।
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বাঁশবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদ্বয় এলাকায় দীর্ঘ দিন যাবত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। ধৃত আসামীদের নিকট হতে ০.৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। আসামীদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।