এশিয়ার কনিষ্ঠতম সেই কার্ডিয়াক সার্জন করোনায় আক্রান্ত, দোয়া চাইলেন বড় ভাই পানি সম্পদ উপমন্ত্রী
প্রকাশিত : ১২ জুন ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: কাটাছেঁড়া ছাড়াই হার্টে সফল অস্ত্রোপচার করা হৃদরোগ ইনস্টিটিউটের সেই চিকিৎসক দলের পথিকৃৎ ডা. আশরাফুল হক সিয়াম নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডা. আশরাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন এবং এশিয়ার কনিষ্ঠতম কার্ডিয়াক সার্জন।
তিনি কার্ডিয়াক সার্জন্স সোসাইটি অব বাংলাদেশের (সিএসএসবি) সাধারণ সম্পাদক। পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের ছোট ভাই তিনি। তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম।
করোনায় আক্রান্ত হওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন এক সম্মুখ সারির যোদ্ধা হিসেবে।তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন। অক্সিজেন স্যাচুরেশন (রুম এয়ার) ৯২% আছে । এখন বাসাতেই অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবার নিজেকে মানবসেবায় নিয়োজিত করতে পারেন।