মহেশপুরে ৭৪ বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার
প্রকাশিত : ১১ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ৭৪ বোতল ফেনসিডিলসহ দু”জনকে গ্রেফতার পুলিশ। ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান।
পুলিশ অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার কুলতলা গ্রামে অভিযান চালিয়ে জনৈক সিতাব আলীর বাড়ীর সামনে জলুলী টু নোয়ানীপাড়াগামী পাঁকা রাস্তার উপর হতে ৭৪ (চুয়াত্তর) বোতল ফেনসিডিলসহ দু”জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো মোশারফ হোসেনের ছেলে আলামিন (২০) ও আব্দুল মোমিন ওরফে কালুর ছেলে আতাউর (২৮)। তাদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাংগা (যাদবপুর) গ্রামে ।