শৈলকুপায় করোনা মোকাবেলায় তৎপর আনসার ভিডিপি সদস্যরা
প্রকাশিত : ১১ জুন ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ আনসার ভিডিপি সদস্যরা অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক এ বাহিনী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশের জনগণকে রক্ষা ও সাহায্যার্থে বিভিন্ন কর্মসূচি ও প্রয়োজনীয় কার্যক্রমে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করছে।
ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা বর্তমানে করোনাভাইরাস মোকাবেলা এবং এর প্রভাব বিস্তাররোধে সব জেলা, উপজেলার ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় নিয়োজিত থেকে রাতদিন নিরলসভাবে কাজ করে চলেছেন। তারা উপজেলা প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে। বাহিনীর সদস্যরা জনগণকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে পরামর্শ দিচ্ছে।
এছাড়া সদস্যরা উপজেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে মোবাইল কোর্টে দায়িত্ব পালন করছে। সকাল ১০ টা হতে বিকাল ৪টার মধ্যে দোকান-পাট বন্ধসহ জনগণের অবাধ বিচরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নিশ্চিতকল্পে বাহিনীর সদস্যরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শৈলকুপা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসিফ ইকবল বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ স্যারের নির্দেশে করোনার শুরু থেকেই উপজেলায় আনসার ভিডিপি সদস্যার তৎপর। অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বাজারঘাটে সামাজিক দুরত্ব নিশ্চিত, করোনা সচেতনতায় জনগণকে উদ্বুদ্ধ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ভ্রাম্যমান আদালতে সহযোগিতা সহ সব ধরনের কাজ করে চলেছেন আনসার ভিডিপি সদস্যরা। এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।