মৌলভীবাজারে এসএই পণ্য মেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা প্রশাসন ও এসএমই ফাউন্ডেশন এর যৌত আয়োজনে কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সপ্তাহ ব্যাপি আঞ্চলিক এমএই পণ্য মেলা-২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ৩ ফেব্র“য়ারী দুপুরে।
জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও নাসিব এর সভাপতি বকশি ইকবাল আহমদ, জেলা তথ্য কর্মকর্তা আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক শেকুল ইসলাম তালুকদার, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার স্টাপ রির্পোটার মাহমুদুর রহমান মাহমুদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, চেকপোস্ট জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম রিয়াদ প্রমুখ।
সমাপনী বক্তব্য জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান- আগামী ৭ ফেব্র“য়ারী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ মেলাটি শুভ উদ্বোধন ঘোষনা করবেন। মেলা চলবে ৭ -থেকে ১৩ ফেব্র“য়ারী পর্যন্ত। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যা লী ও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলায় ৫০টি ষ্টল অংশ গ্রহণ করবে।