করোনায় স্বাস্থ্যবিধি মেনে অটো-ভ্যান চালানো বিষয়ে সচেতনতামুলক কর্মশালা

প্রকাশিত : ১১ জুন ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় অটো-ভ্যান চালকদের করোনা ভাইরাস রোধে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতামুলক অবহিতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টায়াক) ও কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এসোসিয়েশন যৌথ উদ্যোগে বুধবার শেষ বিকেলে রাখাইন মহিলা মার্কেট মাঠে এ কর্মশালার আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে অর্ধশতাধিক অটো ভ্যান চালক অংশগ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, টোয়াক এর সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু,অটো-ভ্যান শ্রমিক লীগের সভাপতি মাহবুব আলম সিপাহী প্রমুখ। প্রশিক্ষনে অংশগ্রহনকারী ভ্যান চালকদের মাঝে মাক্্র বিতরণ করা হয়। কর্মশালা পরিচালনা করেন টোয়াক প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার। কর্মশালায় অটো ভ্যান চালকরা স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পর্যটক সেবা চালিে যেতে পারেন এবিষয়ে সচেতন করা হয়।

 

আপনার মতামত লিখুন :