গলাচিপায় উপজেলা বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত : ১১ জুন ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নে কর্মহীন ২৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার অর্থায়নে বিএনপির কর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। মঙ্গলবার দিনভর ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর হোসেন খান, সহসভাপতি এডভোকেট মো. মিজানুর রমান মজনু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মঈন, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান শাহিন, যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু,উপজেলা স্বেচ্ছা সেবক দলের নেতা মুশফিকুর রহমান রিচার্ড, মোঃসোহেল রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলুর হক শাকিল, পানপট্টি ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ।