কলাপাড়ায় নার্সদের মাঝে পিন কোট ও নিউজ পেপার বিতরন

প্রকাশিত : ৪ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়(পটুয়াখালী)প্রতিনিধি।। নার্স’র প্রতিষ্ঠাতা ফ্লোরেস নাইটংগেল’র ২০০ বছর পুর্তি উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সদের মাঝে পিন কোট ও নিউজ পেপার বিতরন করা হয়েছে। ডি জি এন এস’র পক্ষ থেকে সোমবার দুপুরে নার্স ও মিডওয়াইরে ২৭ জনকে পিন কোট পড়িয়ে দেন জেলা পাবলিক হেলথ্ নার্সিং আফিসার মোসা.জাহানারা বেগম।

 

এ সময় নার্স’র প্রতিষ্ঠাতা ফ্লোরেস নাইটংগেল’র ২০০ বছর পুর্তির লেখা সম্মিলিত কিছু নিউজ পেপার বিতরন করেন। এর পর তিনি কুয়াকাটা ২০ শষ্যা হাসপাতালের নার্সদের মাঝে এ পিন কোট ও নিউজ পেপার বিতরন করেন বলে জানা গেছে।

 

 

আপনার মতামত লিখুন :