কলাপাড়ায় প্রথম করোনা আক্রান্ত যুবকের মৃত্যু, নুতন সনাক্ত-৩
প্রকাশিত : ১০ জুন ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে প্রথমবারের মতো পারভেজ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত দশটার দিকে তার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা চিনময় হাওলাদার। সে শনিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে এ উপজেলায় আরও ২ জনের রিপোর্ট পজেটিভি এসেছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি পৌর শহরের রহমতপুর এলাকায়। তারা দুইজনই বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা-৯। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ৮ জন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।