অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় আমতলীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ১০ জুন ২০২০
আমতলী(বরগুনা) প্রতিনিধি।। বরগুনার আমতলীতে আজ মঙ্গলবার দুপুরে বেশী দামে মাস্ক, হ্যান্ড গ্লোভস,হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায়, সময় মেডিকাস , কামাল ফার্মেসী, বিসমিল্লাহ ফার্মেসীসহ ৫টি ওষুধের দোকান ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মনিরা পারভীন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বেশী দামে মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায়, ৫টি ওষুধের দোকানকে ১৭ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রত্যেক ওষুধ ব্যবসায়ীকে সঠিক দামে বিক্রির জন্য বলা হয়েছে।