রাজনগরে অলিলা গ্রুপের পক্ষ থেকে জীবাণুনাশক টানেল স্থাপন
প্রকাশিত : ১০ জুন ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ১টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি এবং উপজেলা প্রশাসনিক কার্যালয়ে ১টি জীবাণুনাশক টানেল স্প্রে মেশিন স্থাপন, এন ৯৫ মাক্স ও পিপিই বিতরণ করা হয়েছে আজ ৯ জুন সকালে। সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রেখে আয়োজিত জীবাণুনাশক টানেল স্থাপন এর শুভ উদ্ভোধন করেনমৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিস্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ জিলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মিছবাহুদ্দুজা ভেলাই, রাজনগর উপজেলা ভূমি কর্মকর্তা উর্মী রায়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু খান, উত্তরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেক আহমদ, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া,৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ মিয়া,
রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মইনুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কায়েস আহমদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি এডভোকেট পার্থ সারথী পাল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজনগর উপজেলা সভাপতি আতাউর রহমান, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুলাহ আল সাম্মু, কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ রাজনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।