চট্টগ্রামে বাড়িওয়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকিতে ফেলে শিশু হত্যা
প্রকাশিত : ১০ জুন ২০২০
চট্টগ্রামের বাকলিয়ায় বাড়িওয়ালাকে ফাঁসাতে পানির ট্যাংকিতে ফেলে ২ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, কয়েকদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে বাড়িওয়ালা নুরুল আলম মিয়ার সঙ্গে বিরোধ চলছিলো ভাড়াটিয়া নাজমা বেগমের।
একপর্যায়ে বাড়িওয়ালাকে ফাঁসাতে প্রতিবেশীর ২ বছরের আরাফকে পানির ট্যাংকিতে ফেলে হত্যা করে নাজমা বেগম। বাড়ির মালিকের সঙ্গে বিরোধ থাকায় স্থানীয় ফরিদ নামের এক ব্যক্তি তাকে হত্যাকাণ্ডে প্ররোচনা দিয়েছে বলে দাবি নাজমা বেগমের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত নাজমা বেগমকে আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে।