২০২০-২১ অর্থবছরের বাজেটে গণমানুষের প্রয়োজনের প্রতিফলন চাই: গণতান্ত্রিক বাম ঐক্য

প্রকাশিত : ৯ জুন ২০২০

করোনা ভাইরাস মহামারীর মধ্যে আসছে ২০২০-২১ অর্থবছরের বাজেট। জীবন-জীবিকার প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় জাতীয় বাজেটে নিম্নলিখিত বিষয়ে বিশেষ উদ্যোগ ও বরাদ্দ দরকার-

১. গ্রামে গ্রামে সমন্বিত কৃষি খামার গড়ে তোলার জন্য বাজেটে বরাদ্দ চাই।
২. সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর লক্ষ্যে বাজেটে বরাদ্দ প্রয়োজন।
৩. করোনা সংকটে কর্মহীন শ্রমিক, দিনমজুর ও প্রবাসী শ্রমিকদের ৩ মাসের জন্য নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব বাজেটে দরকার।
৪. স্বাস্থ্যখাতে জাতীয় আয়ের ১০ শতাংশ বাজেট বরাদ্দ দিতে হবে এবং ভারতের কেরালা রাজ্যের সফলতার আলোকে মোট স্বাস্থ্য বাজেটের ৫০ শতাংশ স্থানীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
৫. সংগঠিত ও অসংগঠিত খাতে ক্ষুদ্র উদ্যোক্তা ও ভাসমান ব্যবসায়ীদের ৬ মাস মেয়াদী সুদমুক্ত ঋণ দেওয়ার বরাদ্দ চাই।
৬. স্থানীয় পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যুক্ত করে করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী উৎপাদনের পরিকল্পনা ও প্রণোদনা চাই।
৭. দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সমিতি ও এনজিওদের প্রদত্ত ঋণের সুদ মওকুফ বাবদ বাজেটে বিশেষ বরাদ্দ দরকার।
৮. কর্পোরেট আয়কর কমিয়ে ২০ শতাংশ এবং ব্যক্তি আয়করের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা প্রয়োজন।
৯. শিল্পে ব্যবহৃত মৌলিক কাঁচামালের উপর আমদানি শুল্ক ১ শতাংশ ধার্য্য এবং আমদানি পর্যায়ে ভ্যাট ও অগ্রীম কর রহিত করা হোক।

আজ ৯ই জুন ২০২০ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য’র উদ্যোগে ২০২০-২১ অর্থবছরের বাজেটে গণমানুষের প্রয়োজনের প্রতিফলনের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। সংগঠনের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র সাধারণ সম্পাদক কমরেড ডা. এম. সামাদ, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজ মাস্টার, নারায়ণগঞ্জ জেলার নেতা সুমন মিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)’র কেন্দ্রীয় সদস্য শামসুল হক সরকার, সহ আয়োজক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক-
(ডা. সামছুল আলম)
সমন্বয়কারী, গণতান্ত্রিক বাম ঐক্য

আপনার মতামত লিখুন :