অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় দুই যুবক বিজিবির হাতে আটক

প্রকাশিত : ৮ জুন ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা মাঠের আনিছ মিয়ার কলা বাগান থেকে দুইজনকে আটক করেছে খালিশপুর ৫৮ বিজিবি। এ সময় বিজির উপস্থিতি টের পেয়ে আরো বেশ কিছু ব্যক্তি পালিয়ে যায়।

আটককৃতরা হলেন মহেশপুরের বাঘাডাঙ্গা বাজারপাড়ার আজিজুল খলিফার ছেলে আফান খলিফা ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মনজুরুল ইসলাম হৃদয়। বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে তাদের আটক করতে সক্ষম হন। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন সোমবার বিকালে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।

বর্তায় আরো উল্লেখ করা হয় বিজিবির অভিযানকালে নেপাবিলা গ্রামের মস্ত মালুর ছেলে মোঃ মোজাহিদ, বাঘাডাঙ্গা কল্লটিপাড়ার আব্দুস সবুরের ছেলে মোঃ আহাদ এবং একই গ্রামের আমানুল্লার ছেলে মোঃ শাহিন পালিয়ে গেছে। এদের বিরুদ্ধে মহেশপুর থানায় বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :