মেধাবী ছাত্রী মুক্তার জজ হওয়ার স্বপ্ন পূরণে পাশে থাকবে ছাত্রলীগ
প্রকাশিত : ৮ জুন ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সবজি বিক্রেতা বাবার অদম্য মেধাবী ছাত্রী মুক্তা মলিক। সে জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। মুক্তা মলিক এবার এস.এস.সি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। পারিবারিক দারিদ্র্যতার কারণে তার পড়ালেখার পথ ইতি টানতে চলছে। তার বাবার পক্ষে এ অবস্থায় মুক্তার পড়াশোনা চালানো প্রায় অসম্ভব কিন্তু মুক্তা অত্যন্ত মেধাবী ছাত্রী।
সে পি.এস.সি ও জে.এস সি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়েছিল। তার স্বপ্ন লেখাপড়া করে জজ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তা মলিকের পোস্ট দেখে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ বিন সালাম তাৎক্ষণিক ভাবে রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতাদের সাথে যোগাযোগ করে মুক্তার পরিবারের সাথে ফোনে কথা বলেন।
এবং মুক্তা মলিকের পড়াশোনার সকল দায়িত্ব নিবেন বলে আশ্বাস দেন মানবিক ছাত্রনেতা ফাহাদ। তিনি আরো জানান- যেকোন প্রয়োজনে সাধ্য মতো গরীব ছাত্র-ছাত্রীসহ সবসময় অদম্য মেধাবী ছাত্রী মুক্তা মলিক এর পাশে থাকার কথাও জানিয়েছেন।