নওশেদ আলীর জন্য দোয়া চাইলেন ভাগিনা সম্রাট সরদার
প্রকাশিত : ৮ জুন ২০২০
এম.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মামা নওশেদ আলী সহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন ভাগিনা সম্রাট সরদার।
তিনি মুঠোফোনে জানান, তার মামা আলহাজ্ব নওশেদ আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার মামা যেন দ্রুত সময়ে সুস্থ্য হয়ে উঠে জনগনের সেবায় আবার আত্ম নিয়োগ করতে পারে এবং পরিবারের সকল সদস্যকে মহান রাব্বুল আলামিন সুস্থ্য রাখেন সেজন্য দোয়া করতে গোগনগর ইউনিয়ন বাসী সহ নারায়ণগঞ্জ বাসীর প্রতি আহবান জানান সম্রাট সরদার।