অতিতের মত ব্যর্থ বাজেট যেন না হয়: মোমিন মেহেদী

প্রকাশিত : ৭ জুন ২০২০

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান বলেছেন, অতিতের মত ব্যর্থ বাজেট যেন না হয়। যদি করোনা পরিস্থিতির এই বাজেটও গণমূখি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-নারী-শিশু-যুব-কৃষক-শ্রমিক ও মানবিক না হয়; তাহলে কঠোর আন্দোলন হবে। আর সেই আন্দোলন হবে বাংলাদেশকে ভালোবেসে-মানুষকে ভালোবেসে সত্যিকারের দেশপ্রেমিকদের আন্দোলন।

এনডিবি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক এ্যাড. রফিকুন্নবী পাটোয়ারীর সভাপতিত্বে ৭ জুন বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘যেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদা চৌধুরী, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আ আ ম স শামসুল আমিন, ওয়ালিয়া হাসান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্ম মনে করে- বাজেট যদি দেশ ও মানববান্ধব হয়; তাহলে লকডাউন কবলিত কোটি কোটি মানুষ সহায়সম্বল নিয়ে কোন মতে বেঁচে থাকতে পারবে; আর তা করতে ব্যর্থ হলে মানুষকে করোনা পরিস্থিতির অর্থনৈতিক ধ্বস নিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। ভয়ংকর পরিস্থিতি চাই না বলেই আমাদের পক্ষ থেকে করোনা এই প্রস্তাবনা উপস্থাপন করছি।

 

আপনার মতামত লিখুন :