পরীক্ষামূলকভাবে রেড জোনের আওতায় নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকা
প্রকাশিত : ৭ জুন ২০২০
পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজারের বেশ কিছু এলাকাকে ‘রেড জোন’ চিহ্নিত করেছে স্থানীয় স্বাস্থ্যবিভাগ ও প্রশাসন। রাজধানীর কিছু এলাকায়ও এ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানান, ঢাকায় সবশেষ ১৪ দিনে ১ লাখে ৩০ জন বা তার বেশি এবং জেলা ও উপজেলায় ১০ জন বা তার বেশি সংক্রমিত রোগী মিললে সেই এলাকাকে রেডজোন বলে গণ্য করা হবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জন্য থাকবে বিশেষ বিধি নিষেধ । বাস্তবায়নে আশ্রয় নেয়া হবে প্রযুক্তির।
আইইডিসিআর জানায়, রেডজোনে মোবাইল ট্র্যাকিং-এর মাধ্যমে জনসাধারণের চলাচল পর্যবেক্ষণ করা হবে। রেডজোন থেকে করাও বের হওয়া ও প্রবেশের ক্ষেত্রে মোবাইলে চলে যাবে সতর্ক বার্তা। এদিকে, করোনা মহামারির জন্য নিবেদিত CORONA.GOV.BD ওয়েবসাইটে প্রদর্শিত লকডাউন সংক্রান্ত তথ্য হালনাগাদ না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি।