সারেগামায় জনপ্রিয়তা পাওয়া নোবেলের তামাশায় ৯ ঘণ্টায় ৯৪ হাজার ডিসলাইক
প্রকাশিত : ৭ জুন ২০২০
সারেগামায় জনপ্রিয়তা পাওয়া নোবেল নিজের মৌলিক গান প্রকাশের আগে প্রচারণার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। কিন্তু এত পন্থা অবলম্বন করেও দর্শকের কাছে এতটুকুও জনপ্রিয়তা পেলেন না তিনি। রোববার সকালে নিজের গাওয়া তৃতীয় মৌলিক গান ‘তামাশা’ প্রকাশ করেছেন নোবেল। গানটি প্রকাশের পর দর্শকের পছন্দের জায়গায় তার ভাগ্যে জুটেছে ডিসলাইক।
রোববার (৭ জুন) সকালে গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের ৯ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ দেখেছে। এখানে লাইক পড়েছে ১৮ হাজার ও ডিসলাইক পড়েছে ৯৪ হাজারেও বেশি। ঝড়ের বেগে গানটির ডিসলাইক সংখ্যা বেড়েই চলছে। এর আগে গানটির প্রচারণার জন্য বাংলাদেশসহ ভারতেও নিজেকে বিতর্কের মুখে ফেলেন নোবেল। দেশের লিজেন্ড শিল্পীদের অপমান করতেও দ্বিধাবোধ করেননি এ গায়ক।
ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। সেই কারণে ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে র্যাবের ডাকে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে। এতো কিছুর পরও সেই গান শুনে হতাশ হয়েছেন দর্শক। তাই গানটির জন্য নোবেল পাচ্ছেন ডিসলাইক ও ‘বাজে’ মন্তব্য। নোবেলের ‘তামাশা’ গানের মডেল হয়েছেন তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমুল হাসান।