বক্তাবলীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশিত : ৬ জুন ২০২০

এম.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেছে বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন ।

শনিবার (৬ জুন) দুপুরে বক্তাবলী বাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ও বক্তাবলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ হাসান আলীর নেতৃত্বে করোনায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মন্জুর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোতালেব সরদার,যুবদল নেতা নজরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সদস্য মোঃ আবুল খায়ের,ফতুল­া থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব রাসেল প্রধান,বক্তাবলী ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য সচিব মোজাম্মেল প্রধান,যুবদল নেতা মীর আলমগীর, সলিম প্রধান, মোঃ মাসুম,মোঃ দিদার হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম প্রমুখ।

মোঃ হাসান আলী বলেন, জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব, সততা ও মানবিক গুনাবলীর কারনে শহীদ হওয়ার ৩৯ বছর পরও মানুষের মনে স্থান করে আছেন।তার সহধর্মিণী মা, মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ও গনতন্ত্রকে রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে সরকারের মিথ্যা মামলায় জেলখাটতেও পিছপা হননি।খাদ্য সামগ্রী বিতরনের আগে জিয়াউর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করা হয়।

 

আপনার মতামত লিখুন :