নড়াইলে খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১২
প্রকাশিত : ৬ জুন ২০২০
নড়াইলে খালে মাছ শিকার নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দু’পক্ষে নারীসহ অন্তত ১২জন আহত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে নড়াইল সদর উপজেলার চররামসিদ্দী গ্রামে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ। স্থানীয়রা জানায়, রামসিদ্দী খালে বাঁধ দিয়ে মাছ শিকারকে কেন্দ্র করে ঐ গ্রামের ফকির ও সিকদারদের মধ্যে বিরোধের এক পর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে নারীসহ উভয় পক্ষে অন্তত ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। আজিজুর ফকির ও জুবায়ের নামে দু’জন গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে নড়াইল সদর থানার অফিসার ইনচার্য মোঃ ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় জড়িত ২ জনকে হাসপাতাল চত্বর থেকে আটক করা হয়। সেই সাথে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। সূত্র : সময় টিভি