কলাপাড়ায় তিন সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ব্যবসায়ীসহ পথচারীকে জরিমানা
প্রকাশিত : ৫ জুন ২০২০
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বন্দরে অবৈধ ভাবে সরকারি জমিতে স্থাপনা নির্মান করায় তিনজনকে সাতদিন করে বিনাশ্রম করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। দন্ডপ্রাপ্তরা হলেন মহিপুরের আঃ মালেক সিকদার, আঃ লতিফ খা ও আলামিন মুসুল্লী।
এসময় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মান করা স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মহিপুর বন্দরে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করায় ছয় পথচারীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেন। একই সময় স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলার অপরাধে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকরী কমিশনার (ভ‚মি) জগৎবন্ধু মন্ডল জানান, সরকারী জায়গায় অবৈধ উপায়ে ঘর নির্মান কারায় ১৮৬০ এর ১৮৮ ধারায় তিন ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ব্যবসায়ীসহ আট জনকে সংক্রামক ব্যাধী আইন ২০১৮(২৪) এর ১ এবং ২ ধারায় অর্থদন্ড প্রদান করা হয়েছে।