সেই রিতা দেওয়ানের বিরুদ্ধে আরেক মামলা, যে নির্দেশ দিলেন আদালত

প্রকাশিত : ৩ ফেব্রুয়ারি ২০২০

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রাসেল মিয়া নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। এর আগে রবিবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালে আদালতে রিতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান। সোমবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রাজেশ চৌধুরীর আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগে দ্বিতীয় মামলাটি করা হয়। এ সময় বাদী আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন।

 

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর অভিযোগ করা হয়, গত ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আল্লাহ তাআলাকে শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন রিতা দেওয়ান। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত। তিনি ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে শব্দাবলীর সাহায্যে বাদীসহ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছেন।’

 

এর আগে, গত ২৪ ডিসেম্বর ঢাকায় এক পালাগানের আসরে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শরিয়ত সরকার নামে এক বয়াতীর বিরুদ্ধে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ৯ জানুয়ারি মামলা করেন ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি। এই মামলায় ১১ জানুয়ারি পুলিশ শরিয়ত সরকারকে গ্রেফতার করে।

 

 

আপনার মতামত লিখুন :