আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ, ইমাম নিহত
প্রকাশিত : ৩ জুন ২০২০
আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। এই হামলায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার( ২ মে) স্থানীয় সময় সন্ধায় সুরক্ষিত গ্রিন জোনে মসজিদের ভেতরে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, এই মসজিদটি কড়া নিরাপত্তার কূটনৈতিক এলাকায় অবস্থিত।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, স্থানীয় সময় ৭ টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। মাগরিবের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হলে এই বিস্ফোরণ ঘটে। মুখপাত্র জানান, বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
কাবুলে একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক নিহতের কয়েকদিন পর এই মসজিদে বোমা হামলা হলো। আগের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকে দায়ী করে আসছে। এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।