কাজীগঞ্জ বাজারের নিজ আগনা ব্রিজটি যেন মরণ ফাঁদ: গাড়ী উল্টে ২ আহত
প্রকাশিত : ১ জুন ২০২০
ফরিদ আহমদ শিকদার: আবারও সেই চির চেনা মরণ ফাঁদ ব্রিজে আগনা গ্রামের দক্ষিন প্রান্তে কাজীগঞ্জ বাজার টু নবীগঞ্জ রোডের আব্দুস সত্তার শিকদারের বাড়ির পাশের আজ ভোর ৫ ঘটিকার সময় একটি হাইএক্স (প্রাইভেট গাড়ী) চট্টগ্রাম থেকে মারকুলি যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিল।
উক্ত ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রোড থেকে পার্শ্ববর্তী খালে পড়ে গিয়ে ২ জজন যাত্রী গুরতর আহত হয়। দুর্ঘটনা কবলিত গাড়িতে ৯ (নয়) জন যাত্রী ছিলো তার মধ্যে ২ জন গুরুতর আহত হয়েছে৷ আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।বাকী যাত্রীদেরকে স্থানীয় লোকজন এসে গাড়ি থেকে উদ্ধার করে।