অন্যান্য বছরের ন্যায় এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে

প্রকাশিত : ১ জুন ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: প্রতিবারের ন্যায় এবারও এসএসসিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজ যশোর বোর্ডের শীর্ষে অবস্থান করেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৯জন গোল্ডেন জিপিএ-৫সহ শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

মোট ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অন্যান্য বারের ন্যায় এ বছর ওফলাফলে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজ।

ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান জানান, ক্যাডেটদের অক্লান্তপরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

 

আপনার মতামত লিখুন :