এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত : ৩১ মে ২০২০
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রোববার (৩১ মে) প্রধানমন্ত্রীর কাছে ফলাফল দেওয়ার আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেছেন।
👩🎨 এসএসসির ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৮২.৮৭।
👩🎨 সারাদেশে জিপিএ-ফাইভ পেয়েছেন ১,৩৫,৮৯৮ জন।
👩🎨 ঢাকা: পাসের হার ৮২.৩৪, জিপিএ-ফাইভ ৩৬,০৪৭।
👩🎨 ময়মনসিংহ: পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪।
👩🎨 বরিশাল: পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩।
👩🎨 যশোর: পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪।
👩🎨 কুমিল্লা: পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।
👩🎨 রাজশাহী: পাসের হার ৯০.৩৭, জিপিএ-ফাইভ ২৬১৬৭।
👩🎨 সিলেট: পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩।
👩🎨 দিনাজপুর: পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬।
👩🎨 মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১।
👩🎨 কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।
এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে ফল জানার সুযোগ নেই। তাই এসএমএসের মাধ্যমে এসএসসির ফল প্রকাশ করছে শিক্ষাবোর্ড। ফল পেতে SSC স্পেস, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস, রোল নম্বর স্পেস, পাসের সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।