ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

প্রকাশিত : ৩০ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ২০২০-২১ অর্থবছরে ৮৫ লাখ ১ হাজার ৬ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য কটন বিশ্বাস, হরশিদ বিশ্বাস, আব্দুল বাতেন, সাধন বিশ্বাস,আঃ মান্নান, নাসির উদ্দিন, তসীর উদ্দীন, আশিকুর রহমান রাজিব, সোনালী বিশ্বাস, রওশন আরা, রিতা সিদ্দীকি।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারিকেল বাড়িয়া ক্যাম্পের এ এস আই আবুল কামাল, ইউনিয়ন আ’লীগের সভাপতি নিত্য গোপাল শিকদার ও সাধারণ সম্পাদক রনজিত বিশ্বাস। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ বাজেট ঘোষণা করা হয়।

 

আপনার মতামত লিখুন :