কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি!

প্রকাশিত : ৩০ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে সুপার সাইক্রোল ঘুর্ণিঝড় আম্ফানের কারণে তাইজুল নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর তিনটি শেট সম্পুর্ণ পড়ে গিয়ে প্রায় ২ হাজার মুরগী মারা গেছে। এ ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছে। তাইজুল ইসলাম কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাননগর গ্রামের বাসিন্দা।

তাইজুল ইসলাম জানান, তিনি একজন পুরাতন পোল্ট্রি ব্যবসায়ী। কুল্লাগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠে তার বড় তিনটি পোল্ট্রি সেড ছিল। সেখানে প্রায় ৫ হাজার মুরগী ছিল। সুপার সাইকোল আম্ফানের রাতে তার তিনটি সেড পড়ে মাটিতে মিশে যায়।

এ সময় টিনে চাপা পড়ে প্রায় ২ হাজার মুরগী মারা যায়। তাইজুল ইসলাম আরো জানান, তিনি প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে গত ২ মাস আগে তিনটি মুরগীর সেড তৈরি করে মুরগী চাষ শুরু করেন। এর আগে তিনি বাড়িতে সেড করে মুরগী পালন করতো। এর মধ্যে প্রায় ৮ লক্ষ টাকা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সেড তৈরি করেন। এ ঘটনায় তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।

 

আপনার মতামত লিখুন :