কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে অচেতন যুবককে উদ্ধার
প্রকাশিত : ২৯ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৯ মে।। পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে (২৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার সকাল এগারটার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হলদিবাড়িয়া নামক স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। সে জিন্স প্যান্ট ও টিসার্ট পরিধি ছিল। তার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে ওই যুবককে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশের এসআই সঞ্জয় ঘটনাস্থলে পৌছে চৌকিদার সাবের আহম্মেদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করেন। চৌকিদার সাবের আহম্মেদের দাবি অজ্ঞাত ওই যুবক হিন্দু সম্প্রদায়ের।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জেএইচ খান লেনিন জানান, অচেতন ওই যুবকের চিকিৎসা চলছে। তবে এখনও তার জ্ঞান ফেরেনি। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অজ্ঞাত অচেতন য্বুকের চিকিৎসা চলছে, জ্ঞান ফিরলে জানা যাবে তার কি হয়েছিল। তখন প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।