নারী ফুটবলারদের ধর্ষণের অভিযোগে হাইতির ফুটবল প্রধান নিষিদ্ধ

প্রকাশিত : ২৬ মে ২০২০

হাইতির ফুটবল ফেডারেশনের প্রধান ইয়েভেস জ্য বার্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দেশটির কয়েকজন কিশোরী ফুটবলার। কিশোরী ফুটবলারদের অভিযোগের প্রেক্ষিতে বার্তের বিপক্ষে তদন্ত করছে পুলিশ। এ বিষয়টি নিয়ে তদন্ত করবে ফিফার নৈতিকতা কমিটিও। তবে তদন্ত শুরুর আগে বার্তকে ৯০ দিনের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা।

এক বিবৃতিতে ফিফা বলেছে, ‘ফিফার স্বাধীন নৈতিকতা কমিটি সাময়িকভাবে হাইতির ফুটবল ফেডারেশনের সভাপতি বার্তেকে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে।’

ভুক্তভোগী এক নারী ফুটবলার গার্ডিয়ানকে জানান, ‘বার্তে অনেক বছর ধরেই এমন অপকর্ম করে আসছেন। তার লক্ষ্য সব সময়ই কম বয়সী মেয়েরা। অপকর্ম যেন ধামাচাপা থাকে, মেয়েরা যাতে গোপন রাখে এর জন্য ভয়ভীতিও দেখাতেন তিনি।

 

আপনার মতামত লিখুন :