শিক্ষাবিদ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক
প্রকাশিত : ২৬ মে ২০২০
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা, বরেণ্য শিক্ষাবিদ ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আজ এক শোক বার্তায় প্রয়াত নিলুফার মঞ্জুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ১৯৭৪ সালে সানবিমস স্কুল প্রতিষ্ঠা করে নিলুফার মঞ্জুর দেশের শিক্ষাঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদান অক্ষয় হয়ে থাকবে। আলোকিত মানুষ গড়ার প্রচেষ্টায় নিলুফার মঞ্জুর পথ প্রদর্শক হয়ে থাকবেন। তিনি দীর্ঘ কাল বেঁচে থাকবেন শিক্ষা ও মানব সেবায় তাঁর কর্মের মাঝে।
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা, বরেণ্য শিক্ষাবিদ ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর-এর মৃত্যুতে অনুরুপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।