গলাচিপায় অসহায়দের হাতে ঈদ সামগ্রী তুলে দিল শিক্ষক সমাজ

প্রকাশিত : ২৩ মে ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  ‘মানুষ মানুষের জন্য’ নীতি বাক্যকে ধারণ করে গলাচিপায় অসহায়, প্রতিবন্ধী ও বিধবা ৫০জনের হাতে ঈদ সামগ্রী তুলে দিল সদর ইউনিয়ন শিক্ষক সমাজ। তাদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে শনিবার সকালে রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোসাঃ আসমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ শাহিন শাহ্।

আরও উপস্থিত ছিলেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, গলাচিপা সরকারী কলেজের প্রভাষক মোঃ কাওসারুল আলম, প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া, শিক্ষক মোঃ ফিরোজ আলম, রাকিবুল হাসান, গলাচিপা সদর ইউনিয়ন আ’লীগের সদস্য মোঃ জাকির হোসেন চৌকিদার প্রমুখ। এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার তৈল, ২ প্যাকেট সেমাই ও সাবান।

 

আপনার মতামত লিখুন :