করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে ঝিনাইদহে মানবতার সবজি বাজার

প্রকাশিত : ২৩ মে ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে পড়া অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

কৃষকদের কাছ থেকে ন্যাায্যমুলে সবজি কিনে উপজেলা পরিষদ চত্বরে মানবতার সবজি বাজারের মাধ্যমে আগত শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, শাক-সবজি বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রেখে আগতদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় আরও উপস্থিত ছিলেন মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল হক কবীর, এরিয়া ম্যানেজার হাসানুর রহমান প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।

 

আপনার মতামত লিখুন :