সাপাহারে ঈদ উপলক্ষে ঈদের জামা ও খাদ্য সহায়তা দিলো সুমাইয়া তুলি
প্রকাশিত : ২২ মে ২০২০
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০ টি ছেলে মেয়ের মাঝে ঈদের জামা ও ২০ অসহায় পরিবারের ব্যাক্তিদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে দিলেন মহিলা যুবলীগে যুগ্ম আহবায়ক নারী নেত্রী সুমাইয়া আক্তার তুলি।
বৃহস্পতিবার সকালে উপজেলার আইহাই ইউনিয়নের ছাতা হার ও আই হাই গ্রামে সাপাহার উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক নারীনেত্রী সুমাইয়া আক্তার তুলি এ গ্রামে সদস্য ও এর ব্যাক্তিগত উদ্যোগে এই সমস্ত ঈদের সামগ্রী ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জবই জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ। সুমাইয়া আক্তার তুলি বলেন, করোনা পরিস্থিতি তে এলাকার নবীন ও প্রবীন ব্যাক্তিদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ উদ্যোগে ঈদ উপহার হিসেবে এ সব বিতরণ করা হয়।
এসময় ঈদ উপহার পাওয়া কোমলমতি ছেলেমেয়েদের মূখে খুশির ঝিলিক পরিলক্ষিত হয়। তারাএমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।