সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে দশমিনায় ত্রান সহায়তা প্রদান

প্রকাশিত : ২২ মে ২০২০

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদী ভাঙ্গন কবলিত বেড়িবাধে বসবাসরত ও ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ানের বাঁশবাড়িয়া গ্রামের ৩০পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাস ৭পদাধিক ডিবিসনের নিজস্ব অর্থায়নে মেজর মোঃ হাসান এর নেতৃত্বে ত্রান সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন, স্থানীয়-জেলা বিভিন্ন গনমাধ্যমকর্মী, মধ্য বাঁশবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ফারুক হোসেন ও এলাকার গর্নমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ। বাঁশবাড়িয়া গ্রামের ত্রান সহায়তা গ্রহনকারী একাধিক ব্যাক্তি এ প্রতিনিধিকে বলেন, এ সময় খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ ও কৃতাঞ্জগতা যাপন করি। সেনাবাহিনীর মেজর মোঃ হাসান বলেন, আমাদের নিজস্ব অর্থায়ন থেকে কিছু খাদ্য সামগ্রীসহ এ এলাকায় বিশুদ্ধ পানি বিতরন করেছি।

 

আপনার মতামত লিখুন :