হরিণাকুণ্ডুর কাপাশহাটীয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত : ১৯ মে ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৫নং কাপাশহাটীয়া ইউনিয়নে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চাঁন মিয়ার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও স্থানীয় যুব সমাজের সহযোগীতায় ২৫০ জন অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় থানা বিএনপির সদস্য হারুনর রশীদ , ৫নং কাপাশহাটীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মানোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা মুঞ্জুর হোসেন, মিন্টু মিয়া, জিয়াউর রহমান সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নিরাপদ দুরত্ব বজায় রেখে আগতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কালে চাঁন মিয়া বলেন আমি অতিতেও গরীব দুখি মানুষের সাথে ছিলাম ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত রাখবো। তার প্রয়াত বাবা মার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।