প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রমাদ্বান প্রজেক্ট এর ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান
প্রকাশিত : ১৯ মে ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার ও রাজনগর উপজেলায় প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) এর পক্ষ রমাদ্বান প্রজেক্ট এর অংশ হিসাবে ৪০টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আজ ১৯ মে দুপুরে।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) বাংলাদেশ টিম এর সাধারণ সম্পাদক শামীম আহমদ এর উপস্থাপনায় আয়োজিত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক মশাহিদ আহমদ, মতিউর রহমান শিমুল, সোয়েব আহমদ, মাওলানা শাহেদুর রহমান, সৈয়দ এহতেশাম, জলাল আহমদ, আহমদ হোসাইন, সাদিম, মুন্না, হোসাইন, আহমেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনে বিভিন্ন অনুদান প্রদান ও সহযোগীতাকারী, সংশি¬ষ্ট সকলসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- মাওলানা শাহেদুর রহমান। উলেখ্য- মৌলভীবাজারের প্রথম চ্যারিটি সংগঠন প্রতিষ্ঠার পর থেকে উলে¬খ যোগ্য বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম করে আসছে।