শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল বন্ধ, ঘাটে হাজারো মানুষের ভিড়
প্রকাশিত : ১৯ মে ২০২০
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নামায় করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মুন্সিগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গতকাল ( সোমবার) বিকেল ৩টা থেকে বন্ধ করে দেয়া হয় শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল। পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত ফেরি বন্ধ থাকবে। করোনার বিস্তার রোধেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গতকাল (সোমবার) ঈদে ঘরমুখো মানুষের ঢল নামায় ফেরি বন্ধ করলেও মানুষের ভিড় থামানো যাচ্ছিল না। রাতেও কয়েক হাজার লোকজন ঘাটে জড়ো হয়। ঘাটে ভেড়ানো দু’টি ফেরিতে উঠে বসে থাকে এ লোকজন। তাই বাধ্য হয়েই ফেরিতে ভোর রাতে পার করে দেয় হয়।
এদিকে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শিমুলিয়া ঘাটে আর কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেসব গাড়ি আসছে সেগুলো আবার ঢাকায় ফেরত যেতে বাধ্য করা হচ্ছে। সোমবার বিকেল থেকে ২শ’ পণ্যবাহী যান পারাপারের অপেক্ষায় রয়েছে।