কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় দু’জনের মৃত্যু
প্রকাশিত : ১৮ মে ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৮মে।। পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিলক পাল (২৮) ও সুমন (১৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা বিকল্প সড়কের বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় তানজিল (২৪) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাবলাতলা বাজার থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কাজ শেষে একাটি মোটর সাইকেল যোগে তিলক পাল, সুমন ও তানজিল কলাপাড়া আসতে ছিল। পথিমধ্যে বহনকারী মোটর সাইকেলটির সামনের চাকার টিউব ফেঁটে যায়। এ সময় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিলক পাল মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুমন ও তানজিলকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথিমধ্যে সুমনের মৃত্যু হয় বলে জানা গেছে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জে এইচ খান লেলীন বলেন, তিলক পাল হাসপাতালে আনার আগে পথেই মারা গেছে। বাকি দু’জনের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর একটি পা ও হাত ভেঙ্গে গেছে। মাথায়ও প্রচন্ড আঘাত লেগেছে। তবে এদের দু’জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিলক পালের মৃত্যুর পর সুমনকে বরিশাল নেয়ার পথে মারা গেছে শুনেছি।