৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফীর ব্রেসলেট
প্রকাশিত : ১৮ মে ২০২০
নভেল কারোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত মানুষের সহায়তায় নিলামে ৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফী বিন মোর্ত্তজার ব্রেসলেট। পরে ক্রেতা বিএলএফসিএ’র কাছ থেকে ব্রেসলেট আবার উপহারও পেয়েছেন নড়াইল এক্সপ্রেস।
নিলাম থেকে পাওয়া টাকা নড়াইলসহ দেশের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় খরচ করা হবে। কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে বিক্রি হয়েছে। এছাড়া বিক্রি হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাট।
সবার উদ্দেশ্য অভিন্ন, প্রাপ্ত অর্থ করোনায় বিপাকে থাকা মানুষের পাশে দাঁড়ানো। দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিভিন্ন সামগ্রী বিক্রির হিসাবে অবশ্য সবাইকে ছাড়িয়ে গেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। তার ১৮ বছরের সঙ্গী প্রিয় ব্রেসলেটটির ভিত্তিমূল্য ছিলো ৫ লাখ টাকা।