ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলা দশমিনায় জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৭ মে ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দশমিনায় ঘুর্নিঝড় আমফান মোকাবেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ঘুর্নিঝড় মোকাবেলা প্রস্তুত কমিটির একজরুরী সভা অনুষ্ঠিত হয়েছে প্রশাসন হলরুমে। রোববার বিকাল ৪টায় । উপজেলা নির্বাহী অফিসার মোসা.তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু এমপি।
আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ আজিজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটনসহ সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি, ভাইসচেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।