পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধারকৃত তক্ষকটি ফাতরার জঙ্গলে অবমুক্ত

প্রকাশিত : ১৬ মে ২০২০

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় উদ্ধারকৃত তক্ষকটি অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরের উপজেলার ফাতরার জঙ্গলে এ তক্ষকটি ছেড়ে দেয় উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুস সালাম। এসময় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ১৩ মে রাতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল গোপন সংসাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাপাড়া পৌর শহর থেকে এ তক্ষকটি উদ্ধার করে।

এ সময় তক্ষক পাচারকারী চার জনকে আটক করা হয়। কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো.আব্দুস সালাম বলেন, উদ্ধারকৃত তক্ষকটি ফাতরার জঙ্গলে ছেড়ে দেয়া হয়েছে। আদলতের নির্দেশ অনুযায়ী এ দায়িত্ব পালন করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :