করোনায় অসহায়দের মাঝে ইব্রাহীম মোল্লার ঈদ খাদ্য সামগ্রী বিতরন
প্রকাশিত : ১৬ মে ২০২০
এম.রফিকুল্লাহ রিপন, নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের কারনে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন যুবলীগ নেতা ইব্রাহীম মোল্লা। শুক্রবার (১৫ মে ) বিকাল ৪ টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে গোগনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মোল্লার নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন।
ইব্রাহীম মোল্লা তার নিজস্ব অর্থায়নে গোগনগরে অসহায় ও দুঃস্থদের মাঝে পোলাও চাল ১কেজি,চিনি ১ কেজি,তেল ১ লিটার,সেমাই ২ পদের ১ কেজি,গুড়া দুধ ৫০০ গ্রাম বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন,সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,সদর থানা যুবলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান,সাহিদ রহমান,আওয়ামী লীগ নেতা দৌলত শিকদার, কামাল হোসেন, হাজ্বী সিরাজুল হক মোল্লা,গোগনগর ইউপি সদস্য নাজমা বেগম,মোঃ রাজু,মোশারফ হোসেন,তানভীর,মৃদুল,নুুরু,বছির শিকদার,মোঃ জানে আলম,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইব্রাহীমের মোল্লা বলেন,আমি সাধারণ মানুষের পাশে এসে দাড়াতে পেরেছি এটাই আমার চাওয়া অন্য কিছু নয়।
উল্লেখ্য এর আগে ইব্রাহিম মোল্লা ৪ বার খাদ্য সামগ্রী বিতরন করেছিলেন। প্রধান অতিথি আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন,আমরা অনেক পাপ করেছি এজন্য আমাদের মহামারী হিসেবে করোনা আসছে। এতে ভয় পেলে হবেনা। সাহসের সহিত প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ বিএনপি বুঝিনা সবাইকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে হবে। যারা মানুষের পাশে এসে দাড়িয়েছে তারা প্রকৃত মানুষ। ইব্রাহীম মোল্লা এগিয়ে এসেছে। একই লোককে বারবার ত্রান না দিয়ে সবাইকে প্রদান করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।